নোয়াখালীর সেনবাগের বিএসটিআইয়ে’র অনুমোদন না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশের খাদ্য সামগ্রী তৈয়ারী করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিসমিল্লাহ বেকারী নামের একটি বিস্কুট ও রুটি তৈয়ারীর ফ্যাক্টরী মালিকের নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিসেট্রট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার।
বুধবার দুপুরে সেনবাগ উপজেলার উত্তর সাহাপুর গ্রামের বিসমিল্লা বেকারীতে বিএসটিআইয়ে’র নোয়াখালী জেলা কর্মকর্তা সহিদুল ইসলামের সার্বিক তত্বাবধানের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিসেট্রট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার ওই আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
নির্বাহী অফিসার জানান, বেকারী মালিক হেদায়েত উল্লাহ বিএসটিআইয়ে’র অনুমোদন ছাড়াই বিধি বহিভুত ভাবে বিএসটিআইয়ে’র লোগো ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য সামগ্রী তৈয়ারী অপরাধে তার নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় তাকে ভবিষ্যতের যাতে এধরনের অপরাধের সঙ্গে জড়িত না হয় সে জন্য তাকে সর্তক করা হয়। এ সময় বিএসটিআইয়ে’র ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাহী অফিসারের কার্যালয়ের স্টাফ ও সেনবাগ থানা পুলিশ অভিযানে সহযোগীতা করে।