পটুয়াখালীর বাউফল উপজেলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কেন্দ্রিয় ছাত্রদলের সাধারন সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের কটূক্তি মূলক বক্তব্যের প্রতিবাদে বুধবার বেলা ১১টায় উপজেলার পৌর শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে এসে শেষ হয়। পড়ে উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি হারুন অর রসিদ খানের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্ব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক এস এফ ফয়সাল আহম্মেদ মনির মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রিয়াজ সিকদার, সযুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, মামুন খান, মাহমুদ হাসান রুবেল প্রমুখ।