বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে রংপুরের মরহুম সাংবাদিক (দৈনিক যুগের আলোর পত্রিকার স্টাফ রিপোটার) উৎস রহমানের পরিবারকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। মঙ্গলবার বিকালে রংপুর জেলা প্রশসকের সম্মেলন কক্ষে মরহুম সাংবাদিক উৎস রহমানের মা নুরজাহান বেগমের হাতে আর্থিক অনুদান (৫০ হাজার টাকা) চেক প্রদান করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বানী, রংপুর প্রেস ক্লাবে সভাপতি মাহাবুব রহমান ,সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির মানিক, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রংপুর সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, মরহুম সাংবাদিক উৎস রহমানের বড় বোন মোর্সেদা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।