রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষনা করেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক আমিনুল ইসলাম। ঘোষিত বাজেটে বিভিন্ন খাত থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ৪০ লাখ ৬৪ হাজার ৩২৩ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৯৫ হাজার ৭৩০ টাকা। বাজেটে ঘাটতি দেখানো হয়েছে ২ লাখ ৬৮ হাজার ৫৯৩ টাকা। বাজেট অনুষ্ঠানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা, ইউপি সচিব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। বাজেট ঘোষনার পর ইউপি চেয়ারম্যার তার সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়নবাসীর উন্নয়নে বাজেট বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য,আমিনুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়ে পর গত বছরের ২৯ ডিসেম্বর দায়িত্ব গ্রহনের পর এটি তাঁর প্রথম বাজেট ঘোষনা।