চট্টগ্রামের চন্দনাইশে গাছবাড়িয়া সরকারি কলেজের একাদ্বশ শ্রেনীর ছাত্র মো: জাহিদুল ইসলাম আউয়াল (১৮)কে কিশোর গ্যাং কর্তৃক ছুরিকাঘাত করে হত্যার প্রতিবাদে মঙ্গলবার ২৪ মে সকাল সাড়ে ১১টার সময় কলেজের সামনে মহাসড়কে শ্ক্ষিার্থী ও শিক্ষকদের বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন। গাছবাড়িয়া কলেজের অধ্যক্ষ ড.সুব্রত বরণ বড়-য়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম বাবু,যুগ্ম আহ্বায়ক শেফা নুর চৌধুরী ,আবিদুল ইসলাম,ইমরান হাসান সাঈদ,আরিফ হোসেন উপজেলা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম প্রমুখ। এ সময় কলেজ অধ্যক্ষ ড.সুব্রত বরণ বড়-য়া বলেন, আমার কলেজের ছাত্র জাহিদুল ইসলাম শান্তশিষ্ট ও মেধাবী ছিলেন। তিনি বলেন ,গত ১৮ মে রাত সাড়ে ৮টায় পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ জিহস ফকির পাড়ায় বেড়াতে গিয়ে কতিপয় কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে খুন হয়। এসব খুনীরা এখনো গ্রেফতার হয়নি। তিনি কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিলম্বে জাহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্ত মূলক শান্তির দাবি জানান।