শেরপুরের নালিতাবাড়ীতে নিয়ম বহিভূত ভাবে পশু জবাই করা ও লাইসেন্স না থাকায় ৬ মাংস ব্যাবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ মে সোমবার সকালে তারাগঞ্জ দক্ষিন বাজার গোস্তমহল ও আড়াইআনী বাজার গোস্ত মহলে ভ্রাম্যমান আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী মেজিষ্ট্রেট হেলেনা পারভিন পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইনে ও ভোক্তা অধিকার সংরক্ষন আইনে এ জরিমানা করেন। এ সময় নালিতাবাড়ী প্রানীসম্পদ কার্যালয়ের ভেটেনারী সার্জন ডা: আবু সায়েম ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভিন বলেন, প্রয়োজনীয় পরিচ্ছন্নতা, লাইসেন্স না থাকা ও অসুস্থ পশু জবাই করীদের বিরোদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।