চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডীতে সঞ্জিতা চাকমা (৩৫) নামে কাজের বুয়ার দায়ের কোপে মর্জিনা বেগম (৪৫) নামে এক গৃহকত্রী খুন হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে লাল মিয়া কেরানির বাড়ির বি এন ম্যানসনে এ ঘটনা ঘটে। নিহত গৃহকত্রী ঢাকা সিরাজগঞ্জ এলাকার মোঃ শহিদুল ইসলামের স্ত্রী ও অভিযুক্ত কাজের বুয়া রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার শাহজাহানের স্ত্রী।
স্থানীয়,প্রত্যক্ষদর্শী ও বাড়ির মালিকের সাথে কথা বলে জানা গেছে, সোমবার সকালে কাঁঠাল ভাঙ্গা নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির একপর্যায়ে গৃহকত্রী রাগের বশে দা হাতে নিলে অভিযুক্ত সঞ্জিতা চাকমা তাৎক্ষণিক দা কেড়ে নিয়ে গৃহকত্রীর মাথায় কয়েকটি আঘাত করে। এতে গুরুতর আহত হন মর্জিনা বেগম। পরে স্থানীয়রা ও আহতের স্বামী তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে দুপুর বারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মর্জিনা। অপরদিকে পালানোর সময় স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে। উল্লেখ্য উপজাতি কাজের ধর্মান্তরিত হয়ে শাহাজাহান নামের এক ব্যাক্তিকে বিয়ে করেন।
হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মোঃ জাহাঙ্গীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, কাজের বুয়াকে আটক করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি উল্লেখ করেন।