নোয়াখালীর সেনবাগে লাইসেন্সে বিহীন ব্যবসা পরিচালনা ও মেয়াদ উর্ত্তিন্ন পোল্ট্রি ওষুধ বিক্রির অপরাদে মা পোল্ট্রি এ- ফিডস্ সেন্টারের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সেনবাগ সহকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলিত আদালত।
সোমবার দুপুরে সেনবাগ উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আমিন হোসেনের সার্বিক তত্বাবধানে ও সহকারী কমিশনার (ভূমি) তাজমনি আলম তুলির নেতৃত্বে সেনবাগ থানার পুলিশের সহযোগীতা ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। সময় মা পোল্ট্রি এ- ফিডস্ সেন্টারে অভিযান চালিয়ে প্রায় ১লক্ষ টাকার মেয়াদ উত্তিন্ন ওষুধ জব্দ করে। পরে জব্দ করা ঔষধগুলো প্রকাশ্য বাজারের ব্যবসায়ী ও লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত ব্যবসায়ী বিপুল চক্রবত্তীর নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা করে এবং ভবিষ্যতে যাতে মেয়াদউত্তির্ন্ন ওষুধ বিক্রি না করে সে জন্য সতর্ক করে।