চন্দনাইশ উপজেলার দোহাজারীস্থ কমিউনিটি সেন্টারে সোমবার দুপুরে স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের যৌত উদ্যোগে জাতীয় ম্যালেরিয়া নির্র্মূল কর্মসূচি হিসাবে মাল্টি ষ্টেক হোল্ডাার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ডাক্তার তানজিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাক্তার রিদোয়ন আহমেদ, ডাক্তার জাকি তাসমিন ,ডাক্তার আলোদিতা দাশ. ডা:শহীদুল্লাহ ,নুরুল হক, বাবুল মিয়া মনিরুজ্জমান ,মাষ্টার জাফর আহমদ,মোহাম্মদ ইউছুফ,মহিউদ্দিন প্রমুখ।