সীতাকু-ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌরসভা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাল্টা কমিটি ঘোষণা করেছে। সীতাকু- প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রামের সীতাকু-ে পৌরসভা বিএনপির ওয়ার্ডের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে পৌরসভা বিএনপির একাংশ পাল্টা কমিটি ঘোষণা করেন। গত ২১ মে দুপুর ১টায় সীতাকু- প্রেস ক্লাব মিলনায়তনে সম্মেলনে এ সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। সীতাকু- পৌরসভা বিএনপির একাংশের নেতাকর্মীরা পৌরসভা বিএনপির সদস্য সচিব ছালে আহাম্মদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন। আহ্বায়ক কমিটির সদস্য মোজাহের উদ্দিন আশরাফ বলেন, সদস্য সচিব সহ গুটিকয়েক নেতা এলাকার নেতাকর্মীদের মতামত না নিয়ে বাসায় ও বিয়ে বাড়ীতে বসে তাদের মনগড়া কমিটি গঠন করে। কমিটি গঠনের অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক জনাব গোলাম আকবর খোন্দকারের নিকট লিখিত অভিযোগ করেন। তাদের অভিযোগ তদন্ত না করে উল্টো পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য মোজাহের উদ্দীন আশরাফ, সদস্য শহিদুল্লাহ ভূইয়া ও সদস্য খুরশীদ আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সদস্য সচিবের ফেসবুক আইডি থেকে প্রচার করেছে। সদস্য সচিব কারণ দর্শানোর নোটিশ ফেসবুকে প্রচার করার মাধ্যমে নেতৃবৃন্দের সন্মান হানি সহ দলীয় গঠনতন্ত্র পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেন। ইতঃপূর্বে ঘোষিত বিতর্কিত কমিটি প্রত্যাখান করে ৫ নং ওয়ার্ডে শহিদুল্লাহ ভূঁইয়াকে সভাপতি ও সাধারণ সম্পাদক শাহী ইমরানকে সাধারণ সম্পাদক এবং ৮ নং ওয়ার্ডে সাজ্জাদ হোসেন রফিককে সভাপতি সভাপতি ও খুরশীদ আলমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোজাহের উদ্দীন আশরাফ, সদস্য শহীদুল্লাহ ভূঁঁইয়া, সদস্য খুরশীদ আলম, পৌরসভা যুব দলের সদস্য সচিব জিয়া উদ্দীন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন রেজা চৌধুরী, সীতাকু- ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফ জিকু, সদস্য সচিব শাকিল ভূঁইয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। মোজাহের উদ্দীন আশরাফ বলেন, বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে শোকজ নোটিশ ফেসবুক ওয়ালে প্রচার করে আমাদের সম্মানহানি করেছে। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির বিরুদ্ধে বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তিনি বলেন এ কমিটি একটি ব্যর্থ কমিটি। তাই তাদের ব্যর্থতা ঢাকার জন্য নেতৃবৃন্দের বিরুদ্ধে শোকজ নোটিশ প্রদাণ করে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এ বিশৃঙ্খলার দায় অবশ্যই তাদেরকে বহণ করতে হবে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য দলীয় হাই কমান্ডের নিকট জোর দাবী জানান।