প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর মোহনায় রোববার নৌ পুলিশ অভিযান পরিচালনা করে তিন হাজার মিটার জাল জব্দ করেছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার টাকা।
অভিযান পরিচালনাকারী নৌ পুলিশের অস্হায়ী ক্যাম্পের ইনচার্জ উপ - পরির্দশক মোঃ এনামুল হক জানান, তিনি চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া পিপিএম এবং সদরঘাট থানার ওসি এবিএম মিজানুর রহমান এর নির্দেশে রোববার সংগীয় ফোর্স নিয়ে নদীর মোহনায় এলাকায় অভিযান পরিচালনা করে নদীতে পাতানো অবস্থায় দাবীদার বিহীন পাতানো অবস্থায় ১ লাখ ৩৫ হাজার টাকার মূল্যমানের ৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। তিনি নদীর মাছ রক্ষার স্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে গনমাধ্যমকে জানান।