বেগমগগঞ্জের চৌমুহনীতে চাঁদা না দেওয়ায় জুতা ব্যবসায়ী আইমান হোসেন (১৭) কে প্রকাশ্যে চুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি শনিবার সন্ধ্যা ৮টার দিকে ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় চৌমুহনী ডি.বি রোডে জুতা ব্যবসায় গনিপুর চৌধুরী বেপারী বাড়ীর মোঃ খোকন এর ছেলে আইমান হোসেন (১৭) তার ব্যবসায়ীক প্রতিষষ্ঠানে ছিল। ১০-১৫দিন পূর্বে সন্ত্রাসী রাকিবের নেতৃত্বে তার কাছে চাঁদা দাবী করা হয়। আইমান বিষয়টি পুলিশকে জানালে পুলিশ অভিযান পরিচালনা করে রাকিব সহ কয়েকজনকে আটক করে জেলে প্রেরণ করে। শুক্রবার রাকিব জামিনে আসে। এরই জের ধরে শনিবার আইমানকে ধারালো অস্ত্র দিয়ে হেলাল ফার্মেসির ভিতরে ডুকে চুরিকাঘাত করে হত্যা করে। এ সময় স্থানীয় লোকজন বাধা দিলে তাদেরকেও মারধর করে সন্ত্রাসীরা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জনতার সহযোগিতায় পুলিশ, রাকিব (২০), পাভেল (১৮), নিরব (১৯) কে গ্রেফতার করেছে। তাদের সকলের বাড়ি করিমপুরে। ঘটনার পর সন্ত্রাসীদের ফাঁসির দাবীতে শত শত মানুষ শহরে বিক্ষোভ করে। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে অতিরিক্ত পুলিশ সুপার, (বেগমগঞ্জ) সার্কেল সহ প্রশাসনের কর্মকর্তারা বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।