চট্টগ্রামের হাটহাজারীতে উপজেলা সুমারি / জরিপ কমিটির অবহিত করন সভা রোববার সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় এই সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী। এবারের সুমারির প্রতিপাদ্য বিষয় " সুমারি আয়োজন, সমৃদ্ধি ও উন্নয়ন"। সভায় আগামী ১৫ থেকে ২১ জুন সুমারি গননার বিষয়ের গুরুত্ব আরোপ করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মাদ মহিউদ্দিন। এতে বলা হয় হাটহাজারী উপজেলাকে ৯ টি জোনে বিভক্ত করা হয়েছে। এজন্য ৯ জন প্রোগ্রাম অফিসার ৯ শ ৩৮ জন গননাকারী, ১ শ ৬২ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।
সভায় অন্যান্যের আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ, থানার ওসি অপারেশন আমিরুল ইসলাম, পৌর সভার সচিব বিপ্লব মুহুরী, ইউ পি চেয়ারম্যান যথাক্রমে সরোয়ার মোরশেদ তালুকদার, মুজিবুর রহমান, পৌরসভার সহায়ক কমিটির সদস্য আলী আযম প্রমূখ।