চট্টগ্রাম সিটি করপোরেশনের চান্দগাঁওতে একুশে পদকে ভূষিত সংঘরাজ ড, জ্ঞানশ্রী মহাথেরো, সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরোসহ গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্বধর্ম জাগ্রত সংঘ এ উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন। চান্দগাঁও আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কমপ্লেক্স তথা প্রাচীন শ্মশান ভূমিতে গত বৃহস্পতিবার ও শুক্রবার গৃহীত কর্মসূচির মধ্যে ছিল গনপ্রব্রজ্যা প্রদান,বুদ্ধ সংকীর্তন, বুদ্ধ প্রতিবিম্ব স্নান, অষ্টপরিস্কারসহ সংঘদান ও সদ্ধর্ম দেশনা সভা ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন। শ্মশান ভূমি কমপ্লেক্স এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিশ্ব নাগরিক ড, ধর্মকীর্তি মহাথেরো। শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন ভদন্ত জোতিনন্দ ভিক্ষু। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক বাপ্পা বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান আলোচক ছিলেন যথাক্রমে প্রদীপ কুমার বড়ুয়া ও বোধিশ্রী থেরো। সদ্ধর্ম দেশক ছিলেন ভদন্ত শান্তবোধি ভিক্ষু। প্রধান জ্ঞাতি ছিলেন ভাস্কর শিল্পী ইন্দ্রসেন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, এপেক্সেন মৃনাল কান্তি বড়ুয়া, হাটহাজারী বৌদ্ধ কল্যান পরিষদের সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, বরণ বড়ুয়া বাবৃ, বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতা স্বদেশ কুসুম চৌধুরী, হিরাধন বড়ুয়া। অতিথি ছিলেন যথাক্রমে এইচ মহিপাল ভিক্ষু, ভদন্ত জয়সেন ভিক্ষু, জ্যোতিনন্দ ভিক্ষু, সুদুল কান্তি বড়ুয়া,মিসেস সবু বড়ুয়া, বিদর্শন সাধিকা কাজলী বড়ুয়া, সন্তোষ বড়ুয়া, বিপ্লব বড়ুয়া, প্রকাশ বড়ুয়া, রিমন বড়ুয়া, সুব্রত বড়ুয়া, এস বি তুহিন চৌধুরী, মিল্টন বড়ুয়া, সুজন বড়ুয়া, প্রবীর সিংহ, ও রিমন বড়ুয়া প্রমুখ।