উত্তর জেলা আওয়ামী যুবলীগের আসন্ন সম্মেলনের প্রস্ততি সভায় হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম বলেছেন, বর্তমান সরকারের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আসন্ন সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই আসন্ন ২৯ মে অনুষ্ঠিতব্য সম্মেলনকে সফল করার মাধ্যমে যোগ্য ব্যাক্তিকে সংগঠনের দায়িত্ব প্রদান করতে হবে। এইজন্য প্রধান মন্ত্রীর ভেনগার্ড যুবলীগ কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি গতকাল হাটহাজারী উপজেলা যুবলীগের আসন্ন উত্তর জেলা সম্মেলনের প্রস্ততি সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন।
হাটহাজারী উপজেলা ডাকবাংলো চত্বরে সম্মেলন প্রস্ততি কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আকতার হোসেন। সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হুদা মনি এর সঞ্চালন অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নূরুল মোস্তফা মানিক, শহীদুল আলম, শরীফ বাবু সহ জেলা ও উপজেলা যুবলীগ নেতৃবৃন্দ।