হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সরকারী ভূমি উদ্ধার করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
দীর্ঘদিন একটি স্বার্থান্বেষী মহল বিদ্যালয়ের জায়গা দখল করে রাখায় পানি নিষ্কাসন ব্যাহত হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে জলাবদ্ধতা তৈরী করে কোমলমতি শিক্ষার্থীদের চলাচল বিঘিœত করতো।
বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বৃহস্পতিবার বিকালে বিদ্যালয় পরিদর্শনে এসে জলাবদ্ধতা সমস্যা নিরসনে দখলকৃত জমি ছেড়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মেশকাত মিয়া, সাবেক সভাপতি আবদুর রশিদ মেম্বার, ইউনিয়ন পরিষদ সদস্য কাউসার মিয়া, শাহেদ মিয়া, হেলিম মিয়া ও মারুফ মিয়া উপস্থিত ছিলেন।