জাতীয় দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে কুমিল্লায় আদালতে মানহানী মামলার প্রতিবাদে দৌলতখানে সাংবাদিকরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। বৃহস্পতিবার সকাল এগারোটায় দৌলতখান প্রেসক্লাবের সামনের রাস্তায় ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে প্রেসক্লাব সভাকক্ষে এক আলোচনা সভায় বক্তারা অবিলম্বে মিথ্যা ও হয়রানীমূলক এ মামলা অবিলম্বে প্রত্যাহার দাবি করেন। ভোরের কাগজের দৌলতখান প্রতিনিধি মেহেদী হাসান শরীফের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি শ.ম ফারুক, ইনকিলাব প্রতিনিধি মিজানুর রহমান, সাংবাদিক জাকির আলম, আমাদের সময় প্রতিনিধি মো: শোয়েব প্রমুখ।