চন্দনাইশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজ ছাত্রের নিহতের ঘটনায় দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়ায় বসতবাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে বিক্ষুদ্ধ ছাত্র জনতা। গত বৃহস্পতিবার বাদে মাগরিব ছুরিকাঘাতে নিহত চন্দনাইশ চৌধুরী পাড়াস্থ একাদ্বশ শ্রেনী ছাত্র জাহিদুল ইসলাম আউয়াল(১৮)র জানাযা নামাজ শেষে বিক্ষুদ্ধ ছাত্র জনতা জিহস ফকির পাড়ায় গিয়ে হামলা চালিয়ে আলী হোসেনের বসতঘরে অগ্নিসংযোগ করেন। এতে আগুনে পুড়ে প্রায় ১০লাখ টাকার মালামাল ক্ষতি সাধিত হয়। এছাড়াও বিক্ষুদ্ধরা মুদির দোকান,চায়ের দোকান সহ রাস্তার দুই পাশের প্রায় দেড় শতাধিক বসতঘরের পল্লী বিদ্যুতের মিটার ও বাড়ির ঘেরা বেড়া ভাংচুর করেছেন। এ ঘটনায় মানুষের মধ্যে আতঙ্কের পাশাপাশি পুরুষ শূন্য হয়ে পড়েছে জিহস ফকির পাড়া। উল্লেখ্য যে গত বুধবার রাতে সাড়ে ৮টার সময় জিহস ফকির পাড়ায় বেড়াতে গিয়ে গাছবাড়িয়া কলেজ ছাত্র জাহিদুল ইসলাম আউয়ালসহ তিন জন প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুত্বতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জাহিদুল ইসলাম আউয়ালকে মৃত ঘোষণা করেন। এদিকে অনাঙ্কিত ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।