চট্টগ্রামের হাটহাজারীর গুমানমর্দ্দনে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। পিকেএস এফ এর সহযোগিতায় সমৃদ্ধি ও প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির শিশু শিক্ষার্থী, যুব, প্রবীন নারী পূরুষের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আওতায় ঘাসফুল এই অনুষ্ঠানের আয়োজন করেন। গুমানমর্দ্দন ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন স্হানীয় ইউ পি চেয়ারম্যান মুজিবুর রহমান। এতে অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন। ঘাসফুলের গুমানমর্দ্দন ইউনিয়ন ব্যবস্হাপক মোঃ আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুমানমর্দ্দন প্রবীন জনগোষ্ঠীর সভাপতি এস এম সোরোয়ার্দ্দী, মোঃ মুছা মাস্টার ও শিক্ষক মোঃ শফিউল আলম। এই সময় স্হানীয় ইউ পি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।