চট্টগ্রামের চন্দনাইশে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ১ শিক্ষার্থী নিহত আপর ২জন গুরুত্বর আহত হয়েছে। গত বুধবার রাত সাড়ে ৮টার সময় ৬নং ওয়াডস্থ দক্ষিণ জোয়ারা জিহস ফকিরপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। জানা যায়, চন্দনাইশ চৌধুরী পাড়া এলাকার ৩ শিক্ষার্থী বন্ধু পার্শ্ববর্তী জিহস পাড়ায় বেড়াতে যায়।ওই সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও ধারালো ছুরি নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে চৌধুরী পাড়ার এসএসসি পরীক্ষার্থী ইয়াছিন আরাফাত সাগর(১৭) গাছবাড়িয়া কলেজের এইচ এসসি ১ম বর্ষের ছাত্র জাহিদুল ইসলাম আউয়াল(১৮) ও এইচএসসি পরীক্ষার্থী রায়হান হোসেন সানি(২২) গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ ( চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার জাহিদুল ইসলাম আউয়ালকে মৃত ঘোষণা করেন। এ খবর পেয়ে এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পরে। এদিকে পরদিন বৃহস্পতিবার হত্যাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীরা বেলা সোয়া ১২টা থেকে প্রায় ৪৫মিনিট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গাছবাড়িয়া কলেজ গেইট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুইপাশ্বে শত শত যানবাহন আটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে শ্ক্ষিার্থীদেরকে আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেন এতে যানবাহন স্বাবাভিক হয়ে উঠে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোর্শেদুল আলম জানান,পূর্ব শত্রুতার জের ধরে এ ৩ শিক্ষার্থী হামলার শিকার হয়েছেন।চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন বন্ধুদের মধ্যে কথাকাটাকাটির নিয়ে এ ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।