প্রতিদিনই নিত্য পণ্যের দাম বাড়ছে। চাল, ডাল, তেল, চিনি, মাছ, মাংস, মুরগি, ডিম, সাবান, পেস্ট সব কিছুরই দাম উর্ধ্বমুখী। কারণ আন্তর্জাতিক বাজারে ভোগ্য পণ্য, কাঁচামাল ও তেলের দাম বেড়ে গেছে। সাথে জাহাজে পরিবহন ভাড়াও বেড়েছে। এতে ৪৪ শতাংশ আমদানি ব্যয় বেড়েছে। আর এর চাপ গিয়ে পড়ছে বৈদশিক মুদ্রার রিজার্ভের ওপর। কারণ আমদানি যে হারে বেড়েছে, রপ্তানিও সে হারে বাড়ে নি। বরং প্রবাসী আয় কমে গেছে। ফলে প্রতি মাসে ঘাটতি তৈরি হচ্ছে। একারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে জোগান দিতে হচ্ছে আমদানি খরচ। এ অবস্থায় চলতি হিসাবের লেনদেনে ভারসাম্য সবচেয়ে বড় ঘাটতি তৈরি হচ্ছে। এখন যে রিজার্ভ রয়েছে, তা দিয়ে সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানে সম্ভব। আবার আমদানি খরচ এভাবে বাড়তে থাকলে রিজার্ভ আরো কমে যাবে। আবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চাপ রয়েছে রিজার্ভের হিসাব সঠিক নিয়মে করার। সেটি করতে গেলে রিজার্ভের অর্থে গঠিত রপ্তানিকারকদের ঋণ তহবিল, সরকারি প্রকল্প ও শ্রীলংকাকে দেওয়া ঋণ ও সোনালী ব্যাংকে রাখা আমানত রিজার্ভের হিসাব থেকে বাদ দিতে হবে। এতে রিজার্ভ কমবে ৭০০ কোটি ডলারের বেশি। এখন রিজার্ভ আছে ৪ হাজার ২০০ কোটি ডলার।
অবশ্য এর মধ্যে বাংলাদেশ ব্যাংক বিলাস পণ্য আমদানি ঠেকাতে কিছু উদ্যোগ নিয়েছে। সরকার ডলার সংকট মোকাবেলায় কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার পরিপত্র জারি করেছে। এ ছাড়া কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে দিতে বলা হয়েছে। এখন আমদানির নামে কেউ অর্থ পাচার করছে কিনা তা নজরদারিতে আনতে হবে। আমাদের অর্থনীতির টাকা পাচার খুব আশংকাজনক ভাবে বেড়েছে। সারা বিশে^ই ডলার সংকটে নিত্য পণ্যের দাম বাড়ছে। আর শ্রীলংকার তো দেউলিয়াই হয়ে গেল। প্রধানমন্ত্রীসহ বেশ কিছু মন্ত্রী সাংসদ পদত্যাগ করে পালিয়েছেন। অনেকেই বাংলাদেশকে নিয়ে এমন আশংকার কথা বলছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে, বাংলাদেশের রপ্তানি আয় এখন বেশ উর্ধ্বমুখী। জুলাই-এপ্রিল সময়ে পোশাকের পর হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং চামড়া ও চামড়া-জাত পণ্যের রপ্তানি ১০০ কোটি বা ১ বিলিয়ন ডলারের মাইল ফলকে পৌঁছেছে। পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ও শতকোটি ডলার ছুঁই ছুঁই করছে। আর পরিকল্পিত ভাবে জনশক্তি রপ্তানি করতে পারলে অবৈধ পথে আসা প্রবাসী আয় বন্ধ করে বৈধ চ্যানেলে আনা গেলে রিজার্ভের অবস্থা ভালো হবে এবং আমদানি বাড়লেও রিজার্ভের ওপর চাপ পড়বে না। রিজার্ভ সমস্যা সমাধানের পথ নিয়ে অর্থনীতিবিদ ও সরকারের নীতি নির্ধারকরা নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ব্যবস্থা নিবেন, নিচ্ছেন। কিন্তু নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের জীবন যাত্রার যে চাপ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলা করা সম্ভব হচ্ছে না।