চট্টগ্রামের হাটহাজারীর মেখল ইউনিয়নে বুধবার বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। পিকেএসএফ এর সহযোগিতায় ঘাসফুল সমৃদ্ধি ও প্রবীন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়। স্বাস্থ্য ক্যাম্প উপলক্ষে সম্মাননা বয়স্ক ভাতা, হুইল চেয়ার বিতরন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
জাফরাবাদ উচ্চবিদ্যালয় চত্বরে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঘাসফুল এর উপ- পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ বিভাগ) মোঃ মফিজুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন ৮নং মেখল ইউ পি চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, প্রধান শিক্ষক মোঃ আবু আকতার ঘাসফুল এর সহকারী পরিচালক সাদিয়া রহমান ও মেখল প্রবীন জনগোষ্ঠীর সভাপতি শিক্ষাবিদ আবুল কালাম মাস্টার। মেখল ইউনিয়ন ঘাসফুলের ব্যবস্হাপক মোঃ নাসির উদ্দীন এর সঞ্চালন অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন রিমন চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী মোহাম্মদ মহসিন ইউ পি সদস্য মোঃ রাসেল, সংরক্ষিত মহিলা সদস্য বিলকিস আকতার প্রমূখ। চিকিৎসা ক্যাম্পে চক্ষু, ডায়াবেটিস, মেডসিন, হৃদরোগের প্রায় দুই শতাধীক হতদরিদ্র রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।