চট্টগ্রামের চন্দনাইশে কারিতাসের উদ্যোগে ভালোবাসা ও সেবার বীজ বুনি ,শান্তিময় বিশ্ব গড়ি এ প্রতিপাদ্য নিয়ে গত মঙ্গলবার ১৭ মে কারিতাস কার্যালয়ে ত্যাগ ও সেবা বিষয়ক আলোচনা সভা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,মওলানা কামাল উদ্দিন,বিষ্ণুযশা চক্রবর্তী,বিনয় মিত্র ভিক্ষু, সিষ্টার জিতা রেমা,এনজিও সমন্বয়কারী নুরুল হক ,ব্র্যাকের বাবুল মিয়া ,ভিনচেনা ত্রিপুরা প্রমুখ।