পঞ্চগড়ের বোদায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয় হতে একটি র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মকলেছার রহমান জিল্লুর, রবিউল আলম সাবুল প্রমুখ। আলোচনা শেষে দোযা মাহফিল অনুষ্ঠিত হয়।