চট্টগ্রামের চন্দনাইশে সাংবাদিক পরিচয় দিয়ে চাদাঁবাজি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার দোহাজারীর ৪নং ওয়ার্ডস্থ রায় জোয়ারা ইসলামিয়া নাজিরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার এতিমখানায় এ ঘটনাটি ঘটে। জানা যায় গত ১৫ মে সন্ধ্যা ৬টার সময় প্রাইভেট কার ( চট্টমেট্টোÑ১১১৭২৫ ) করে এতিমখানায় প্রবেশ করে ছাত্রদের কাছ হতে বিভিন্ন কথাবার্তা বলেন। খবর পেয়ে মাদ্রাসা সুপার মওলানা ইসলাম নকশীবন্দী ,মওলানা আবু ইউছুপ,আলহাজ¦ আবদুল মাজেদ মাদ্রাসার উপস্থিত হন। এ সময় আলমগীর হোসেন বাদশা ( মোবা:-০১৯০৯০৩৮০৪৫) ও বিপ্লব জয় (মোবা:-০১৭১০৪৮৬০৯০) নিজেদেরকে আলোকিত সকাল পত্রিকা এবং আসক ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতা দাবি করে বলেন, তারা অফিসিয়াল অ্যাসেইনমেন্ট নিয়ে তথ্য অনুসন্ধানে এসেছেন। এ মাদ্রাসায় কোন এতিম ছাত্র নেই-সবাই বড় লোকের ছেলে কথা বলে টাকা দাবি করেন না হলে এমন সংবাদ পত্রিকায় নিউজ করে দুদুকের মাধ্যমে তদন্ত করার হুমকি দেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসার আগে বাগেই ্পরিচয় দানকারি দুই সাংবাদিক দ্রুত চলিয়ে যায়। এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আবদুল গফুর রব্বানী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ,এ ব্যাপারে কমিটির বৈঠকের মধ্যে প্রযোজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।