দেশে কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে মা মাছ গত শনিবার দিবাগত রাত এগারোটার দিকে নদীতে জোয়ার চলা কালে নমুনা ডিম ছেড়েছে।এখন পূর্ণিমার তিথি/জো চলছে। বজ্রসহ বৃষ্টিপাত না হলে ও পরিবেশ মোটামুটি শীতল রয়েছে। শীতল পরিবেশ ডিম ছাড়ার উপযুক্ত সময় বলে মত প্রকাশ করেছেন ডিম আহরনকারীরা। গত দুই দিন অর্থাৎ গত শুক্রবার সাংকেতিক ভাবে নদীতে মা মাছ ডিম ছেড়েছে বিভিন্ন স্হানে। তাছাড়া গত শনিবার দুপুরে নদীতে ভাটার সময় ডিমের কিছুকিছু আলামত দেখা দেয়। রাতে ডিমের নমুনার পরিমান বৃদ্ধি পেতে থাকে। গত শুক্রবার নদীতে ডিমের কিছু আলামত দেখে ডিম আহরনকারীরা নৌকা ও ডিম আহরনের সরঞ্জাম নিয়ে নদীতে নেমে পড়ে। অনেকে নদী পাহাড়ায় থাকে। গত শনিবার সারাদিন ডিম আহরনকারীরা নদী পাহাড়ায় ছিল। দিনের বেলায় ভাটার সময় নদীর বিভিন্ন স্হানে ডিমের কিছুকিছু আলামত দেখা দেয়। ডিম আহরনকারীদের প্রত্যাশা ছিল এই পূর্ণিমার জোতে নদীতে মা মাছ ডিম ছাড়বে। তাই তারা প্রস্তত ছিল। রাতে জোয়ার শুরু হলে নদীতে ডিমের নমুনার পরিমান বৃদ্ধি পেতে থাকে। মাছুয়াঘোনা ডিম আহরনকারী মোহাম্মদ শফিউল আলম নদীতে ডিমের নমুনার পরিমান গত শুক্রবার থেকে বৃদ্ধি পেয়েছে বলে জানান। একই ভাবে গড়দুয়ারা ও মদুনাঘাট বড়ুয়া পাড়া এলাকার ডিম আহরনকারী কামাল সওদাগর ও আশু বড়ুয়া নদীতে মা মাছ নমুনা ডিম ছেড়েছে বলে গনমাধ্যমকে রাতে জানান। রাতে জোয়ারে জোয়ারের সময় গড়দুয়ারা, কাগতিয়ার টেক, পাতাইজ্জ্যার টেক, মাছুয়াঘোনা, নাপিকের ঘাট, আজিমের ঘাট আমতুয়া, খাড়ির মুখ, রামদাসমুন্সির হাট, মদুনাঘাট, ছায়ারচড় প্রভৃতি স্হানে নমুনা ডিম সংগ্রহ করছে ডিম আহরনকারীরা রাতে জোয়ার কিংবা ভাটার সময় মা মাছ ডিম ছাড়তে পারে বলে জানিয়েছে তারা। কিন্তু রাতে আর ডিম ছাড়েনি। ডিম আহরনের জন্য তারাসহ অন্যান্য ডিম আহরনকারী নদীতে অপেক্ষা করছে বলে তারা উল্লেখ করেন।