আজ থেকে অন্তত ৬ বছর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিসি টিভি ক্যামেরা লাগানোর বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছিল। জানিনা কোন কারণে এখনো পর্যন্ত মহাসড়কে ক্যামেরা লাগানো হয়নি। ব্যক্তিগত উদ্যোগে একাধিকবার গজারিয়ার সীমানাহীন১৩ কিলোমিটার অংশে সিসিটিভি ক্যামেরা লাগানোর উদ্যোগ নিয়েছিল হাইওয়ে পুলিশের একাধিক ইনচার্জ। দায়িত্ব পালন শেষে তারা সবাই চলে গেছেন কিন্তু মহাসড়কের ক্যামেরা লাগানো হয়নি।
মহাসড়কের গজারিয়া অংশ আশঙ্কাজনক হারে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় বিষয়টি ভাবিয়ে তুলেছে এ পথে চলাচলকারী যাত্রীদের পাশাপাশি গজারিয়ার সুনাম নষ্ট হচ্ছে।
মাত্র ১৩ কিলোমিটার অংশে সিসিটিভি ক্যামেরা লাগাতে আহামরি টাকা পয়সা খরচ হবে না। প্রশাসনের কর্তাব্যক্তিরা চাইলেই এটি সম্ভব।
ইদানিং দেখা গেছে খুব ঘনঘন হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ পরিবর্তন হওয়ার কারণে এবং ডিউটি বন্ধনে অনিয়ম দেখা গেছে এই ১৩ কিলোমিটার একটি পিকচার দিয়ে ডিউটি করা হয়।
এর কারণে প্রতিনিয়ত রোড ডাকাতি এবং ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে।
সরেজমিনে ঘুরে দেখা যায় গজারিয়া উপজেলায় ১৩ কিলোমিটার রাস্তার মধ্যে দুটি ওভারব্রিজ রয়েছে এগুলোর লাইটিং এর ব্যবস্থা এবং সিসি ক্যামেরা না থাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটে চলেছে।
এ বিষয়ে নব্য যোগদানকৃত হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মনিরুজ্জামান বলেন আজ থেকে পুলিশের ডিউটি বাড়ানো হবে আশা করছি মহাসড়কে ডাকাতি কমে আসবে।