গজারিয়ায় উপজেলা হোসন্দী ইউনিয়নে হোসেন্দী বাজারে চৌধুরী মার্কেটে পূর্ব শত্রুতার জের ধরে নির্মানাদীন কাজে বাধা ও প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ।
রোববার সকাল ১১ ঘটকিকায় গজারিয়ায় উপজেলা হোসন্দী ইউনিয়নে হোসেন্দী বাজারে চৌধুরী মার্কেটে পূর্ব শত্রুতার জের ধরে নির্মানাদীন কাজে বাধা ও প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীর অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে, আমি মার্কেটের নির্মান কাজ করতে গেলে,আরিফ (৩০)শফি(৩০)অকথ্য ভাষায় গাল মন্দ করে। আমি প্রতিবাদ করলে আমার মার্কেটের কাজকর্ম বন্ধ রাখতে বলে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় এবং আমার বাড়িতে এসে প্রাননাশের হুমকি প্রধান করে।আমি নিরাপত্তার জন্য গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ করি।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইছ উদ্দিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।