বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের উপর হামলা ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে আজ ( রোববার ) মুন্সীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অুনুষ্ঠিত হয়েছে।পুলিশের বাধার মুখে সুপারমার্কেট চত্তরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করতে না পেরে জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর ফেরীঘাট এলাকায় এ সভা হয়। জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সভাপতি আবদুল হাই এর সভাপতিত্বে সভায় প্রধানঅতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান। জেলা বিএনপিরসদস্য সচিব কামরুজ্জামান রতনের সঞ্চালনে আরো বত্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুসসালাম ,আলী আজগর রিপন মল্লিক ,মোঃশাহজাহান খানঁ, আবদুল কুদ্দুস ধীরেন, শেখ মোঃআব্দুল্লাহ ,সেলিনা আক্তার বীনা ,রফিকুল ইসলাম মাসুম ,মাহবুবুররহমান খাঁন,আমির হোসেন দোলন, মুজিবুর রহমান, মোঃ জাহাঙ্গরি আলম ,মুন্না।বক্তারা বলেন ,বিএনপি এক দফা এক দাবীতে অনড় বর্তমান সরকারের পতন।নিরপেক্ষ সরকার অধীনের ছাড়া এ দেশে কোন নির্বাচন হবে না, হতে দেওয়া হবেনা।সরকার পতন হলে সরকারী দলের নেতা কর্মীরা পালোনের পথ খুজে পাবে না।দ্রব্য মূল্যেও উর্ধ্বগতিতে জনগনের নাভিশ্বাষ উঠেছে।সকাল থেকে খন্ড খন্ডি মছিল নিয়ে ফেরীঘাট এলাকায় জড়ো হয় নেতাকর্মীরা।