সিরাজগঞ্জের রায়গঞ্জে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় “বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশন” এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলায় নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক র্কমূসূচির উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বেলা ১২ টায় উপজেলা অডিটরিয়ামে উদ্বোধন সভায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর মহাপরিচালক ফরিদা পারভীন। রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালের সঞ্চালনায় স্বগত বক্তব্য রাখেন উপ-পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের কার্নিজ ফাতেমা। বক্তব্য রাখেন যুগ্ম সচিব (বাজেট ও অডিট) মহিলা ও শিশু বিষয়ক মন্তণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা মোসাঃ ফেরদৌসী বেগম, কর্মসূচি পরিচালক নারীদের জীবনাত্রার মান উন্নয়ন প্রশিক্ষণ শীর্ষক কর্মসূচি মহিলা ও শিশু বিষয়ক মন্তণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা ফরিদা খানম, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: ইমরুল হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাশ, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি.এম কামরুজ্জামান লাবু প্রমূখ। অনুষ্ঠানে ৫ শ নারী বিভিন্ন কর্মসূচির উপর সোমবার থেকে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করবেন।