দক্ষিন এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে বঁড়শি দিয়ে মাছ শিকারের সময় একজনকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করছে হাটহাজারী উপজেলা প্রশাসন।গত শনিবার দিবাগত রাতে উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতগোনা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃশাহিদুল আলম জানান, হালদায় মা মাছের ডিম ছাড়ার মৌসুমে উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রহমতগোনা এলাকা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করি।জিজ্ঞাসাবাদে জানা যায় তার নাম নির্মল বল্লভ( ৪৬) পিতাঃ মৃত শ্রীচরন বল্লভ, মাতাঃ শ্রীমতি বল্লভ। তার স্থায়ী ঠিকানা- সাং জল্লা, পোস্টঃ পীরের পাড়, উপজেলাঃ উজিরপুর জেলাঃ বরিশাল।
বর্তমান ঠিকানা - সাং নতুন ব্রীজ, বাকলিয়া, চট্টগ্রাম। এই সময় তার সাথে থাকা নৌকা জব্দ করে এতে মা মাছসহ বড় মাছ আটকের নানান সরঞ্জাম উদ্ধার করা হয়। আনুমানিক ৩০০ বড়শি, সুতা, মাছ ধরার খাবারসহ বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম আটক করা হয়। মাছের আনাগোনা বাড়লে প্রায়ই এমন শিকারীদের উৎপাত বেড়ে যায়।
তিনি হালদায় মাছের মজুদ বৃদ্ধির লক্ষে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।