গাইবান্ধার পলাশবাড়ীতে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্প ২০২১-২২ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের কাজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে শনিবার (১৪ মে) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামে এ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায় ৪০ দিনের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাংবাদিক মো. রফিকুল ইসলাম সরকার। এ সময় ইউপি সদস্য আশিকুর রহমান রাসেল, মাজিজুস সোবাহান মাজু, রবিউল আলম, জেসমিন আকতার, জান্নাতুল বেগম স্বপ্না, রেখা বেগম ও ইউপি সচিব মো. আমিনুর রহমানসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ ইউনিয়নে মোট ২শ’ ৩৮ জন শ্রমিক এ প্রকল্পে কাজে অংশগ্রহণ নিয়োজিত রয়েছে বলে জানা যায়।
এদিকে, উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নে এ প্রকল্পের আওতায় দিঘলকান্দি-কাতুলী হরিজানপুর রাস্তায় এ কাজের উদ্বোধন করেন আবু বক্কর সিদ্দিক। এ সময় ইউপি সদস্য রেজাউল করিম, ইমরান মিয়া, মিজানুর রহমান, মাহাবুর রহমান, মতিয়ার রহমান ও আবদুস সামাম উপস্থিত ছিলেন। এ ইউনিয়নে মোট ৩শ’ ৪৩ জন শ্রমিক এ প্রকল্পে কাজে নিয়োজিত রয়েছে বলে জানা যায়।
অপরদিকে, উপজেলার অন্যান্য ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন যথাক্রমে মহদীপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল। বেতকাপা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান মোস্তা, পবনাপুর ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান মন্ডল ও হরিনাথপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান কবির হোসেন জাহাঙ্গীর। এ সময় স্ব-স্ব ইউনিয়ন সমূহের ইউপি সচিব এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে গত সপ্তাহে এ উপজেলার হোসেনপুর এবং মনোহরপুর ইউনিয়নে এ কাজের উদ্বোধন করা হয়। এ উপজেলায় মোট ১৮৬৩ জন শ্রমিক (ইজিপিপি) প্রকল্পে অংশগ্রহণ করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।