কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্প নির্মাণের অভিযোগ। এলাকাবাসীর বিক্ষোভ ও থানায় অভিযোগ দায়ের। কোম্পানীগঞ্জ উপজেলার ০৮নং চর এলাহি ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীনদের আশ্রায়ণ প্রকল্প নির্মাণের নিমিত্তে চর এলাহি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা ও চেয়ারম্যানের স্ত্রী পারভীন আক্তার এবং একই এলাকার মোঃ আজাদ এর মালিকীয় ও দখলীয় বসত বাড়ী ও ভূমি হইতে উচ্ছেদ হইয়া অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী। এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতা নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানাধীন ২৬/২৪ নং চর এলাহী মৌজার হাসিনা আক্তার নামীয় ১৪৬৭নং হোল্ডিং ও ১৪৬৮ নং খতিয়ানের ২৪০ দাগ নাল ১্ আনা ৫.৫৪ একর আন্দরে দাগের পূর্বে উত্তরাংশে ১.৫০ একর ভূমি। যাহা রিভিশান জরিপীয় ৩০ নং চর এলাহী মৌজার ১৪০৬ দাগের ৬৩ শতাংশ, ১৪০৪ দাগে ২০ শতাংশ, ১৪০২ দাগে ৫০ শতাংশ, ১৪০৫ দাগে ০৮ শতাংশ, একুনে ৪টি দাগের আন্দরে ১.৩৯ একর সম্পত্তির মধ্যে কতেক জমি ভুল ক্রমে সরকার বাহাদুরের নামে রেকর্ড হইলে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল নোয়াখালীতে খতিয়ান সংশোধনের মোকদ্দমা হয় এবং ২৬/২৪নং চর এলাহী মৌজার ০১ নং খাস খতিয়ানের ১৪৩৪ দাগে পুকুর পাড় ১.৫০ একর, ১৪৩৩ দাগে ১৪ শতাংশ আন্দরে ১২ শতাংশ, ১৪৩২ দাগে ২৭ শতাংশ, ১৪২৯ দাগে ১.১০ একর আন্দরে ১১ শতক একুনে ২.০০ একর সম্পত্তি। ওই সম্পত্তি দেওয়ানী ১০৯/১১ইং মোকদ্দমায় বিগত ০৬/০৬/২০১৮ইং তারিখে এই দরখাস্তকারীগণের পক্ষে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারি করে রায় ডিক্রি প্রদান করেন। ওই রায় ডিক্রির বিরুদ্ধে সরকার বাহাদুর দেওয়ানী আপীল ১৩৭/১৮ মোকদ্দমা দায়ের করেন কিন্তু ওই আপীল মোকদ্দমায় সরকার বাহাদুর পরাজিত হয় এবং ওই দেওয়ানী আপীল বিগত ২৯/০৩/২১ইং তারিখে দোতরফা সূত্রে না-মঞ্জুর হয় এবং বর্ণিত ভূমি হইতে বাদীকে বেদখল করা হতে বিরত থাকার জন্য এবং বাদীর শান্তিপূর্ণ ভোগ দখলে বিঘœ সৃষ্টি করা হতে বিরত থাকার জন্য বিজ্ঞ আদালত স্থায়ী বিষেধাজ্ঞার আদেশ জারি করেন। এই বিষয়ে চর এলাহী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন তোতা জানান, এই সম্পত্তির রেকর্ড ও জমা খরিজ খতিয়ান সৃজন পূর্বক হাল সনেরও ভূমি উন্নয়ন কর আমরা পরিশোধ করেছি। স্থানীয়রা আরো জানান যে, কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ খোরশেদ আলম চৌধুরী চর এলাহী ইউনিয়নের স্থানীয় কিছু ভূমিদস্যুর জোগসাজশে অন্যের ভরাট করা ভূমি অবৈধভাবে দখল করিয়া আশ্রায়ণ প্রকল্পের মাটি ভরাটের টাকা আত্মসাৎ করার নিমিত্তে স্থানীয়দের উচ্ছেদ করার অপচেষ্টা চালাচ্ছেন। বর্ণিত বিষয়ে ভিকটিম আবদুল মতিন তোতা, পারভীন আক্তার ও মোঃ আজাদ তাঁদের মালিকীয় ও দখলীয় সম্পত্তি রক্ষার্থে নোয়াখালী জেলা প্রশাসক মহোদয় বরাবরে লিখিত আবেদন করেন এবং মোঃ আজাদ বর্ণিত বিষয়ে অদ্য ১৪/০৫/২০২২ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বাদী করে কোম্পানীগঞ্জ থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এটি ১টি সরকারী বন্দোবস্তকৃত সম্পত্তি। কিন্তু এটি অন্যের নিকট হস্তান্তর হওয়াতে সমস্যা দেখা দিয়েছে।