দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র জোয়ার ভাটার নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীতে শনিবার নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছেন। ভোর সাড়ে চারটা থেকে সোয়া সাতটা পর্যন্ত নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় পরিচালিত অভিযানে ৩হাজার মিটার জাল, ২ টি নৌকা ও ৩ হাজার চিংড়ি পোনা উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া পিপিএম এর নির্দেশনা এই অভিযান পরিচালনা করা হয়।
নৌ পুলিশের ক্যাম্প ইনচার্জ মোঃ এনামুল হক ভূইয়া জানান, নৌ পুলিশের এস পির নিদর্শনায় শনিবার ভোর চারটা থেকে সোয়া সাতটা পর্যন্ত নদীর ছায়ারচর ও মদুনাঘাট এলাকায় সংগীয় নিয়ে ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তিন হাজার মিটার অবৈধ জাল, দুইটি নৌকা ও তিন হাজার চিংড়ি উদ্ধার করা হয়েছে। জব্দকৃত পোনা গুলো নদীতে অবমুক্তত করা হয়েছে। নদীতে মাছের মজুদ বৃদ্ধি ও নিরাপদ বিচরনের এই অভিযান অব্যাহত থাকবে বলে ও তিনি উল্লেখ করেন।