কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক দেশব্যাপী আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ১৪ই মে শনিবার রংপুর মহানগরী ও জেলায় বিএনপির উদ্দ্যেগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্য্যালয়ে বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খাঁন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহবান জানিয়েছেন মহানগর বিএনপি'র আহ্বায়ক মোঃ সামসুজ্জামান সামু এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ মাহফুজ উন নবী ডন।