চট্টগ্রামের চন্দনাইশে সম্প্রতি ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এ রোগ নিয়ে। প্রতিদিন চন্দনাইশ সদর ও দোহাজারী হাসপাতালে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগিদের ভীড় জমছে বহি:বিভাগে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্য সেবা নিতে হাসপাতালে ভর্তি হচ্ছে ডায়রিয়া রোগী। ডায়রিয়া রোগির ভর্তির ফলে হাসপাতালে আর কোন সিট খালী নেই। এদিকে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে পৌরযুব লীগের সভাপতি ও কাউন্সিলর লোকমান হাকিম এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে চন্দনাইশ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু রাশেদ মো: নুরুদ্দিন সাথে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালে অতিরিক্ত ডায়রিয়া রোগী ভর্তির কথা স্বীকার করে বলেন,হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ মজুত থাকায় রোগিদের সেবা নিয়ে কোন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।