বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকালে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানা আওয়ামী লীগের নব গঠিত কমিটির সভাপতি কাউন্সিলর তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাজাদা আরমান শাহাজাদার নেতৃত্বে সকল নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফয়জুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এরপর বঙ্গবন্ধুর ম্যূরালে পুস্পমাল্য অর্পন করেন রংপুর মেট্রোপলিটন হাজীর হাট থানা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান শাহীন সহ সকল নেতৃবৃন্দ।