মাদক বর্জন করুন, সুস্থ জীবন গড়–ন, এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ হলরুমে বৃহস্পতিবার(১২মে) সকাল ১১টায় মাদক বিরোধী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে এবং উপজেলা শিল্পী সমিতির সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু। রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রানা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ আবু জাফর, রাজারহাট আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শাহ আলম, উপাধ্যক্ষ সাজেদুর রহমান মন্ডল চাদ, প্রেসক্লাব রাজারহাট সভাপতি সেকেন্দার আলী বাবলু, মহিলা নেত্রী সাবেরা সুলতানা হ্যাপী। আলোচনা শেষে উপজেলা শিল্পী সমিতির শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মাদক বিরোধী কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।