চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিগত বারো ঘন্টায় অস্ত্র প্রচার ছাড়া ৯ টি নিরাপদ নরমাল ডেলিভারি সম্পন্ন করে সেবার অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন। গত মঙ্গলবার রাত আটটা থেকে গত বুধবার সকাল আটটা পর্যন্ত বারো ঘন্টায় কমপ্লেক্সের চিকিৎসক, নার্সদের আন্তরিকতাপূর্ণ সেবার মাধ্যমে এই ডেলিভারি কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আটটা থেকে গত বুধবার সকাল আটটা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ¯্র প্রচার ছাড়া নয়টা নরমাল ডেলিভারি সম্পন্ন করে এই স্বাস্থ্য কমপ্লেক্স প্রসূতি সেবার অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সোহানিয়া আক্তার বিল্লাহ, কর্তব্যরত মেডিকেল অফিসার, নার্স, মিডওয়াইফ,সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতায় এই ডেলিভারি কার্যক্রম সম্পন্ন হয়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এই স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে বলে তিনি গনমাধ্যমকে জানান। ডেলিভারির পর থেকে মা ও নব জাতক সুস্থ আছেন বলে তিনি উল্লেখ করেন। এখানে প্রসব সেবায় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চলমান রয়েছে বলে ও তিনি জানান। ইউএইচএন্ডএফপিও সেই সকল প্রসূতি মায়েদের অভিভাবকদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন যারা অত্র স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। হাটহাজারী তথা অত্র অঞ্চলের জনসাধারনের স্বাস্থ্য সেবায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বার সবসময় উন্মুক্ত। স্বাস্থ্য সেবা ও সকল প্রকার প্রসূতি সেবা গ্রহন করার জন্য ইউএইচএন্ডএফপিও সকলের প্রতি উদাত্ত আহবান জানান।