লক্ষ্মীপুরে আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।সদর থানা আ.লীগের কমিটিতে হুমায়ূন কবির পাটওয়ারীকে সভাপতি পদে ও সৈয়দ সাইফুর হাসান পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের কমিটিতে সভাপতি করা হয়েছে সৈয়দ আহমেদ পাটোয়ারীকে আর সাধারণ সম্পাদক করা হয়েছে জহির উদ্দিন বাবরকে। বুধবার সন্ধ্যায় ত্রি-বার্ষিক সম্মেলন শেষে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
জানাগেছে ২০০৩ সালে লক্ষ্মীপুর পৌর ও সদর থানা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের পর দীর্ঘ ১৯ বছর পর সম্মেলন বুধবার লক্ষ্মীপুর জেলা শহরের এন আহমদীয়া স্কুল মাঠে পৌর ও সদর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল স্বপন,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, সহ সভাপতি সফিকুল ইসলাম পিন্টু, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম এ মোমিন পাটোয়ারী,আব্দ্জ্জুাহের সাজু,পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া. সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু,সদর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীরা জানান,গুঞ্জন ছিল ভোটাভুটির মাধ্যমে দুই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে। এ লক্ষ্যে পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কাউন্সিলরদের তালিকাও তৈরি করা হয়েছে। তবে শেষ মুহূর্তে আলাপ-আলোচনার মাধ্যমে ওই চারজনকে মনোনীত করা হয়। এর আগে হয়েছে। সম্মেলনে সদর থানায় সভাপতি পদে ৫ জন,সাধারণ সম্পাদক পদে ৯ জন। পৌরসভায় সভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন প্রার্থী ছিলেন।