রংপুরের পীরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে লিচুর ভালো ফলন হয়েছে। ন্যায্য মূল্য পাবার আশায় এ বছর বাগান মালিকরা অনেক খুশি। কোন কোন বাগান মালিকরা আগে থেকেই ফল ব্যবসায়ীদের কাছে বাগানের নিচু বিক্রি করছেন। লিচুর ফলন ভালো হওয়ায় এবং আশানুরূপ দাম পাওয়ায় তারা অনেক খুশি। সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে,ব্যাবসায়ীরা গ্রামে গ্রামে ঘুরে বাগানের লিচু কিনছে এবং পাহারাদার নিয়োগ করে লিচুর বাগানে পাহারা বসিয়েছেন। উপজেলার ১৫ টি ইউনিয়নে চলতি বছর ২’শ ৫০ টির মতো লিচুর বাগানে লিচুর বাম্পার ফলন হয়েছে। এর মধ্যে শুধুমাত্র রায়পুর ইউনিয়নেরই রয়েছে ১’শটিরও বেশি। ওই ইউনিয়নের মাটি লিচু চাষের উপযোগী হওয়ায় একমাত্র মহাদীপুর গ্রামেই প্রতিটি বাড়িতে লিচু বাগান করেছেন চাষিরা। তাছাড়া রায়পুরের লিচু আকারে বড় এবং মিষ্টি হওয়ায় বাজারে রায়পুরের লিচু হিসেবেই প্রচুর চাহিদা রয়েছে। এগুলো বাগানে চায়না-থ্রি, বেদেনা, রুপালী, বোম্বাই এবং মাদ্রাজিসহ সব ধারণের লিচুর চাষ হলেও এখন বাজারে সবেমাত্র নামতে শুরু করেছে মাদ্রাজি লিচু। বাগান মালিকরা জানান,এ উপজেলায় উৎপাদিত লিচু এলাকার চাহিদা পুৃরন করেও আশপাশের জেলায় পাঠানো যাবে। টুকুরিয়া ইউনিয়নের সুজারকুটির গ্রামের লিচু চাষি সাজ্জাদ মিয়া বলেন তার বাগানের লিচু চাষের জন্য এ বছর খুব বেশি বেগ পেতে হয়নি। হালকা পরির্চযা করেই তিনি যথেষ্ট লাভের মুখ দেখবেন। পলাশবাড়ী উপজেলার লিচু ব্যাবসায়ী সেলিম মিয়া বলেন, প্রতিবছর পীরগঞ্জের ১০ থেকে ১২ টি লিচুর বাগান কিনে দেশের কয়েকটি জেলায় আমদানি পাঠানো হয়। আগের বছর গুলোতে লোকসান হলেও হাল ছাড়েননি। এ বছর তিনি লাভের আশায় আবারও লিচুর বাগান কিনেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ সাদেকুজ্জামান সরকার বলেন উপজেলায় প্রায় আড়াই’শ লিচু বাগান রয়েছে। এছাড়াও বসতবাড়িতে অনেকেরই ২/৩ টি করে লিচুর গাছ রয়েছে। এ বছর আবহাওয়া ও জলবায়ু অনুকুলে থাকায় লিচুর বাম্পার ফলন হয়েছে। উপজেলায় আগাম মাদ্রাজি লিচু বাজারে নামতে শুরু করেছে। বাজার ভালো পেয়ে লিচু চাষের আগ্রহ বাড়ছে অনেকেরই।