চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ উপজেলায় গত বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ৩জনকে আটক করেছে। আটককৃতরা হলো পশ্চিম ধোপাছড়ি এলাকার ১বছরের সাজাপ্রাপ্ত আসামি জাফর আহমদের ছেলে আবছার মিয়া (৩৫) বৈলতলীস্থ জাফরাবাদ এলাকার ৩মাসের সাজাপ্রাপ্ত আসামি আবদুল জলিলের ছেলে আবদুল করিম(৩২) এবং ওয়ারেন্টমূলে উত্তর জাফরাবাদ গ্রামের সামশুল আলমের ছেলে জসিম উদ্দিন(৩০)। পরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চন্দনাইশ থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।