ঘূর্নীঝড় অশনীর প্রভাবে টানা দু-দিনের বৃষ্টিতে মাগুরার মাঠে মাঠে বোরো ধানের জমিতে পানি জমে যাওয়ায় কেটে রাখা ধানের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। একদিকে অনাবৃষ্টি অন্যদিকে কৃষি শ্রমিকের অভাবে পাকা বোরো ধান ঘরে তুলতে পারছেন না কৃষকরা। বিরতিহীন বৃষ্টির কারণে জনজীবন বিপর্যস্থ হয়ে পড়েছে।
মাগুরা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে এ বছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্য মাত্রা ৩৬ হাজার হেক্টর থাকলেও চাষাবাদ হয়েছে ৩৯ হাজার হেক্টর জমিতে। ধানের ফলনও হয়েছে ভাল। হঠাৎ অতিবৃষ্টির কারণে কৃষকরা বিপাকে পড়েছে তবে খুব বেশি ক্ষতি হবে না।