মেয়ের বাড়ি যাওয়া হলনা আমেনা বেগমের (৮০)। পথিমধ্যেই দূর্ঘটনায় পা ভেঙ্গে ও মাথার পিছনে লেগে গুরুতর আহত হয়ে লাশ হয়ে ফিরলেন বাড়িতে। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে উপজেলার আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বাজারের পাশে পাকুরতলী নামক স্থানে।
পরিবারের আত্মীয়স্বজন জানান, গত ৭ মে বিকেল ৬ টার দিকে বাড়ি হতে মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দ্যেশে অটো রিক্সাভ্যানে চড়ে কিছুদূর যেতেই ভ্যানের চাকায় পরনের শাড়ি পেঁচিয়ে গিয়ে ভ্যান থেকে ছিটকে পড়ে। এ সময় ভ্যানের চাকার নিচে পড়ে গিয়ে পা ভেঙ্গে যায় ও মাথার পিছনে গুরুতর আঘাত লাগে। স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার বিকেল ৪ টায় মৃত্যুবরণ করে। মঙ্গলবার সকাল ১০ টায় নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।