চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএনসি চাঁদপুরের টিম।
৮ মে রোববার শহরের বাসস্ট্যান্ড স্বর্ণখোলা এলাকা হতে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- আরিফুল শেখ (২৭) ও মেহেদী হাসান রনি (২৫)।
এ বিষয়ে চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন বলেন, ১০ কেজি গাঁজাসহ হাতেনাতে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি। মাদকের আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। এ ঘটনায় ডিএনসি চাঁদপুরের পরিদর্শক মোঃ মজিবুর রহমান বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আমাদের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।