পিরোজপুর ইন্দুরকানীতে প্রেমিকার ফোন বন্ধ থাকায় উজ্জ্বল সমোদ্দার (২২) নামে একজন যুবক আত্মহত্যা করেছেন। রোববার রাতে উপজেলা চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। উজ্জ্বল সমাদ্দার ওই গ্রামের মৃত সন্টু সমোদ্দারের ছেলে। পাশ্ববতী মোড়েলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের শুনিজোর গ্রামের নিরঞ্জন কাপালির মেয়ে ইতি কাপালির সঙ্গে তার প্রেমের সম্পরক্য ছিলো। নিয়তের মা স্মৃতি রানী জানান ফেইসবুকের মাধ্যমে উজ্জ্বলের সঙ্গে ইতির প্রেমের সম্পরক্য গড়ে উঠে। মেয়ে পারিবারিক চাপে মোবাইল ফোন ও ফেইসবুক বন্ধ করে রাখে। এতে ওই মেয়ের সঙ্গে যোগাযোগ করতে না পেরে রাতে ঘরের পিছনের বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে উজ্জ্বল। স্থানীয় ইউপি সস্য মোঃ দুলাল ফকির জানান, উজ্জ্বল ওই মেয়েকে বিয়ে করার জন্য কয়েকদিন আগে ভারতের বেঙ্গালুরু থেকে বাড়িতে আসে। পরে মেয়ের সাথে যোগাযোগ করতে না পেরে মানসিক ভারসাম্য হারিয়ে উজ্জ্বল আত্মহত্যা করে। এ বেপারে ইন্দুরকানী থানার ওসি এনামুল হক জানান নিহতের লাশ উদ্বার করে ময়নাতদন্তে¡র জন্য পিরোজপুর মরগে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তে¡র শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।