চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। জেলা ও দায়রা জজ এসএম জিয়াউর রহমানের খাস কামরায় এ চুরি হয়।
৮ মে রোববার সকালে বিষয়টি সকলের নজরে আসে। আর এর পরপরই ঘটনা তদন্তে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম।
বিষয়টি নিশ্চিত করেন জেলা জজ কোর্টের নাজির নাদিম খান। তিনি গণমাধ্যমকে বলেন, গতকাল রাতে আদালত ভবনে আমাদের জজ স্যারের খাস কামরায় ডাকাতি হয়েছে। এতে করে কম্পিউটারসহ গুরুত্বপূর্ণ নথি গায়েব হয়ে গেছে। সকালে আমরা অফিস করতে এলে বিষয়টি নজরে এসেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছেন।
এদিকে, এ ঘটনা জানাজানি হলে বিষয়টি চাঁদপুর ‘টক অব দ্যা টাউনে’ রুপ নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কি কি নথি ও ফাইল পত্র গায়েব হয়েছে তা নিয়ে সংশ্লিষ্টদের কেউ-ই কথা বলতে রাজি হয়নি।
খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ চুরির স্থান পরিদর্শন করেছে এবং চুরির কিছু মালামাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বলে জানা যায়। সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্ত চেষ্টা চলছে।
এদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল সহ আইনজীবীগণ ঘটনাস্থল পরির্দশন করেন।