চিরিরবন্দরে বিশ্ব মা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৮ মে রোববার বিকেল ৪ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্টমন্ত্রী আবুল হাসান মাহমৃদ আলী এমপি। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ ফারুক হাসান, সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক সুদেব কুমার দাস ও স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।