মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। রোববার উপজেলার ইছাপুরা চৌরাস্তায় ডিজিটাল নিউ আরাফাত মেডিকেল সেন্টারের আয়োজনে, সেখানেই দিনব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কনসালটেন্ট ( ফিজিওথেরাপি ) ডাঃ নাসির উদ্দিন আহমেদ এর পরিচালনায় বাত ব্যাথা, প্যারালাইসিস, মেরুদ-ের সমস্যা, নার্ভের সমস্যা, জয়েন্টে ব্যাথা সহ বিভিন্ন প্রতিবন্ধীতা রোগের চিকিৎসা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি চালু হওয়ার পর থেকে গত কয়েক বছর যাবৎ দুস্থদের সেবায় তারা এ কার্যক্রম প্রতি বছর করে যাচ্ছেন।