হাটহাজারী উপজেলার গড়দুয়ারা - অংকুরীঘোনা সড়কের চেংখালী সুইস গেইটটি হালদা নদীর জোয়ারে ধসে পড়ে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে বেড়িবাঁধ কাম সড়ক ভেঙে গিয়ে দুই পার্শ্বের লোক ও যানচলাচল বন্ধ হয়ে পড়েছে। ফলে এই সড়ক পথে চলাচলকারীদের দুর্ভোগ চরম আকার ধারন করেছে। তাছাড়া প্রবল জোয়ারে চেংখালী খালের দুই পার্শ্বের
গড়দুয়ারা ও পর্ব মেখল ইউনিয়নের হাজার হাজার মানুষ পানি বন্ধী ও কৃষি জমির মৌসুমি সবজি খেত নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ধসে পড়া স্লুইস গেইট টি খুবই গুরুত্বপূর্ণ। এটা থাকায় স্থানীয়রা বিশেষভাবে উপকৃত হয়েছেন। প্রয়োজনমত পানির ব্যবহার করতে পারেন কৃষকরা। জোয়ারের সময় নিম্নাঞ্চলে কখনো পানি উঠা কিংবা জলবদ্ধতা হয়নি। সড়কটিও হালদার থাবা থেকে রক্ষা পেয়েছে বারবার। কিন্তু এ ধসের কারণে বিভিন্ন দিক দিয়ে স্থানীয়রা ক্ষতির সম্মুখিন হবে। সড়কটি তলিয়ে গেলে যেমন দৈনিক পাঁচ হাজার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের চলাচল পুরোদমে বন্ধ হবে তেমনি ক্ষতির সম্মুখিন হবে পূর্ব ও পশ্চিম উভয় পাড়ের কৃষকরা। হালদা পাড় ও চেংখালী খালের উভয় পাশে কয়েক একর জমির চাষাবাদ রয়েছে তাদের। যোগাযোগ বিচ্ছিন্ন হলে চাষাবাদ নষ্ট হবে। চাঁন মিয়া সারাং বাড়ির মৃত আলি আহমদের পুত্র কৃষক মোঃ ইয়াকুব (৫০), একই বাড়ির মৃত নাজিম উদ্দিনের পুত্র কৃষক আবদুল কাদের (৬৫) জানান, ক্ষতিগ্রস্থ সড়কের পশ্চিমাংশে তাদের কৃষি ও ফসলিজমি রয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের জমির সব ফসল নষ্ট হয়ে গেছে। এতে করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এয়াকুব জানান, স্লুইসগেট কিংবা সড়কটি দুদিনে ক্ষতিগ্রস্থ হয়নি। মাসখানিক আগে থেকেই ছোট ছোট ফাটল দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের অফিসারসহ অনেকে এসে পরিদর্শন করে ক্যামরায় ছবি তুলে সংস্কারের আশ্বাস দিয়ে গেছেন। কিন্তু সংস্কারের কোন উদ্যোগ নেন নি যার ফলে আজকের এ দৃশ্য।শুরুতেই যদি সংস্কারের উদ্যোগ নেওয়া হত তাহলে এত বড় ক্ষতি হতনা। তিনি বলেন এ সড়ক ভেঙে যাওয়ায় জোয়ারের পানির কারণে গেট সংলগ্ন একটি নূরানী মাদরাসার পাঠ বন্ধ হয়ে যেতে পারে। যেখানে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে। জোয়ারে পানিতে প্লাবিত হবে মেখল ইউনিয়নের নিম্নাঞ্চল। তারা স্লুইসগেটসহ সড়কটি দ্রুত সংস্কারে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের হস্তক্ষেপ কামনা করেন।